Join With Us On WhatsApp

লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের খাদ্য দপ্তরে আবেদন চলছে । Application is going on in state food department without written test.

 কোন লিখিত পরীক্ষার ছাড়াই রাজ্যের খাদ্য দপ্তরে আবেদন চলছে

Post Details:


  পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের অধীনস্থ খাদ্য দপ্তর বিভাগে ডাটা এন্ট্রি অপারেটরের অনলাইন ফর্ম ফিলাপ চলছে।


Educational Qualification: 


এই পদে আবেদন করতে প্রার্থীকে যে কোনো বিষয়ের উপরে স্নাতক পাস হতে হবে, এছাড়াও এক বছরের কম্পিউটারের ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।


Age Limit:


২০২৩ সালের নভেম্বরের 1 তারিখ হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে 35 বছরের মধ্যে।


Pay Scale:


বেতন স্কেল থাকবে মাসিক ১৬ হাজার টাকা করে।


Candidates Selection Process:


Depend On Mark


Application Fee:


SC-ST-OBC-PH : Nill


How to Apply:


এই পদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করার পদ্ধতিটি দেখে রাখুন।

প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল লিংকে ক্লিক করে, তাদের অফিশিয়ালি ওয়েবসাইটে যেতে হবে। এরপরে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে, এরপরে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই ফর ডাটা এন্ট্রি অপারেটর অপশনে গিয়ে সমস্ত তথ্য প্রদান করতে হবে।



প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবে, তাদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের রেজাল্টের ভিত্তিতে নির্বাচন করা হবে।
দ্বিতীয় পদক্ষেপে প্রথম 230 জন প্রার্থীদের তারা নির্বাচন করবে
তৃতীয় ধাপে থাকবে এবং ১ঃ৩ পদ্ধতিতে নিয়োগ করা হবে এছাড়াও মনে রাখতে হবে এই নিয়োগের ক্ষেত্রে টাইম টাইপিং টেস্ট এসএমএস এক্সেল টেস্ট এবং ইন্টারভিউ এর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Important Dates:


Start Form Fill Up: 8/1/2023

Last Date Of Form Fill-Up:  


Apply Here


           📌 Don't forget to subscribe to our blog for more exciting job-related updates! 📌



Best wishes,

TEAM - PRAYAS

https://prayas-tips.blogspot.com/


SUBSCRIBE OUR YOUTUBE: https://www.youtube.com/@prayastips

 

JOIN WITH US: https://chat.whatsapp.com/IrVhIj3v8091dCuOUlKgef
Previous Post Next Post