Post Details:
বিগত কিছুদিন আগেও গ্রামীণ ডাক সেবকে আবেদন জমা নেওয়া হচ্ছিল এবং তার মেরিট লিস্ট কিছুদিন আগেই পাবলিশ হয়ে গেছে, পুনরায় রাজ্যের গ্রামীণ ডাক সেবকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং কোন চাকরির খোঁজ করছেন তাহলে আপনি এই আবেদনটি করতে পারেন। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনি এই আবেদনের যোগ্য। এই গ্রামীণ ডাক সেবকে ৩০ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক আরো বিস্তারিত তথ্যগুলি
Educational Qualification:
- গ্রামীণ ডাক সেবকে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলেই হবে
Age Limit:
- ০১/০১/২০২৩ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কিন্তু সুরক্ষিত প্রার্থী যদি হয়ে থাকেন তবে বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পাবেন
Pay Scale:
- বেতনক্রাম রয়েছে ১২৩০০ টাকা থেকে ২৯ হাজার ৩৮০ টাকা পর্যন্ত
Candidates Selection Process:
- Depand On Mark
Application Fee:
- SC-ST-OBC-PH : Nill
- Others: 100
How to Apply:
এই পদে আবেদনের জন্য আপনাকে ইন্ডিয়ান পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আবেদন ফরমটি চলে আসবে , সেটিকে পূরণ করে পেমেন্ট অপশনে গিয়ে, আপনি যদি জেনারেল হয়ে থাকেন তার পেমেন্ট করে এপ্লিকেশন ফ্রম এর প্রিন্ট আউট নিয়ে নিতে হবে অফিশিয়াল ওয়েবসাইট নিচে দেওয়া হল।
ফরম ফিলাপের জন্য যেসব ডকুমেন্টের প্রয়োজনঃ
- ফরম ফিলাপের জন্য নিম্নোক্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে রাখুন এবং সেগুলো আপলোড করার প্রয়োজন পড়বে।
- মাধ্যমিকের এডমিট কার্ড
- মাধ্যমিকের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
- কম্পিউটার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- পাসপোর্ট সাইজের ফটোকপি
- সাদা কাগজে আপনার সিগনেচার
- মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি
মোট শূন্যপদ:
- ক্যাটাগরি অনুযায়ী এখানে আলাদা আলাদা ভাবে শূন্য পদ রয়েছে - ১৩৬১৮
- OBC- ৬০৫১ টি
- SC- ৪১৩৮ টি
- ST- ২৬৬৯ টি
- EWS- ২৮৪৭ টি
- PWD(A)- ১৯৫ টি
- PWD(B)- ২২০ টি
- PWD(C)- ২৩৩ টি
- PWD(DE)- ৭০ টি।
Important Dates:
Start Form Fill Up: 8/3/2023
Last Date Of Form Fill Up: 8/23/2023
📌 Don't forget to subscribe to our blog for more exciting job-related updates! 📌
Best wishes,
TEAM - PRAYAS
https://prayas-tips.blogspot.com/
JOIN WITH US: https://chat.whatsapp.com/IrVhIj3v8091dCuOUlKgef