তিন হাজার নার্স নিয়োগ: ২০২৩ । 3000 Staff Nurse Recuitment: 2023

যারা জিএনএম পাস করে আছেন তাদের জন্য দুর্দান্ত সুখবর।  কমিউনিটি হেলথ অফিসার পদে বা CHO পদে তিন হাজার নার্স নেবে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। কয়েক হাজার শুন্য পদের দুটি  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। স্টাফ নার্সের জন্য তিন হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। এই পদের জন্য কি কি যোগ্যতা লাগবে বেতন কেমন হবে আবেদন প্রক্রিয়া কি? এই সমস্ত তথ্য নিচে বিবরণ করলাম।
 (Great news for those who have cleared GNM. The West Bengal State Health and Family Welfare Society will recruit 3,000 nurses for the post of Community Health Officer or CHO. Two notifications of thousands of vacant posts have been published by the State Health Department. There are more than 3000 vacancies for Staff Nurse. What qualifications will be required for this post, how will the salary be, what is the application process? I have explained all this information below.)

প্রথম বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি নম্বরঃ  SHFWS/2023/286
 
পদের নামঃ সি এইচ ও বা কমিউনিটি হেলথ অফিসার 

ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদঃ 
  • সাধারণ ৮০ জন 
  • তপশিলি 330 জন 
  • তপশিলি উপজাতি ৯০ জন 
  • ওবিসি এ ১৫০ জন
  • ওবিসি বি ১০৫ জন
  • দৈহিক প্রতিবন্ধী ৪৫ জন 

শিক্ষাগত যোগ্যতাঃ নার্সিং এ পি এস সি সঙ্গে কমিউনিটি হেলথ প্রোগ্রাম ইন্টিগ্রেটার সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম থাকা আবশ্যিক। ( ২০২০ সালের আগস্ট মাসের আগে বিএসসি নার্সিং কোর্স করা থাকলে আবেদন করবেন না)

Notification No: SHFWS/2023/286
 
Post Name: CHO or Community Health Officer

Category Wise Vacancies:
  • General 80 people
  • The list is 330 people
  • 90 Scheduled Tribes
  • 150 people in OBC
  • OBC B 105 people
  • 45 people with physical disabilities

Educational Qualification: Must have passed Nursing APSC with Community Health Program Integrator Certificate Course. Also it is mandatory to have the name of the candidate in the West Bengal Council Nursing Council. (Do not apply if you have done B.Sc Nursing course before August 2020)

দ্বিতীয় বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি নম্বরঃ SHFWS/2023/287
ক্যাটাগরি অনুসারে শূন্য পদের বিবরণঃ 
  • সাধারণ ৭৮০ জন 
  • তপশিলি জাতি ৩৩০ জন 
  • তপশিলি উপজাতি ৯০ জন 
  • ওবিসি এ ১৫০ জন 
  • ওবিসিডি ১০৫ জন 
  • দৈহিক প্রতিবন্ধী ৪৫ জন 
শিক্ষাগত যোগ্যতাঃ জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা অথবা নার্সিং এ বি এস সি এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম থাকা আবশ্যক। (২০২০ আগে বিএসসি নার্সিং কোর্সে পাস করা থাকলে আবেদন করতে পারবেন)

(Notification No: SHFWS/2023/287
Category wise vacancy details:
  • General 780 people
  • 330 scheduled castes
  • 90 Scheduled Tribes
  • 150 people in OBC
  • OBCD 105 people
  • 45 people with physical disabilities
Educational Qualification: Diploma in General Nursing and Midwifery or Nursing ABSC as well as West Bengal Nursing Council must be registered. (You can apply if you have passed BSc nursing course before 2020)

উভয় ক্ষেত্রেই প্রার্থীকে অবশ্যই বাংলায় লিখতে পড়তে জানতে হবে এছাড়াও কম্পিউটারের এক বছরের ডিপ্লোমা কোর্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

In both cases the candidate must know to read and write in Bengali and one year diploma course in computer will be preferred.

বয়সসীমাঃ ২০২৩ সালের ১ লা জানুয়ারি তারিখ অনুসারে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে 

বেতন ক্রমঃ প্রতি মাসে ২০০০ টাকা থেকে শুরু হবে 

আবেদন পদ্ধতিঃ 
  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচে ওয়েবসাইট দেওয়া রইল। 
  • সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 
  • যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে 
  • এরপরে আসবে পেমেন্ট  অনলাইনে ১০০ টাকা এবং সুরক্ষিত ক্যাটাগরিদের জন্য ৫০ টাকা ফি জমা করতে হবে।
  • ফি দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 
  • আবেদন সম্পন্ন হলে একটি রিসিপ্ট পাবেন যা রেখে দেবেন আগামীর জন্য। 
শেষ তারিখঃ ২০ আগস্ট 
অফিসিয়াল ওয়েব সাইট : ক্লিক করুন


Age Limit: Age should be between 18 to 40 years as on 1st January 2023

Salary Range: Starting from Tk. 2000 per month

Application Procedure:
  • Apply through online given below website.
  • Click there to register.
  • The form should be submitted with all the information
  • Next comes the online payment of Tk 100 and for secured category Tk 50 fee has to be deposited.
  • Fee can be paid through net banking or debit card or credit card
  • Once the application is completed, you will receive a receipt to keep for future reference.

Official Website: Click Here
Last Date To Apply: 20th August