Railway NWR Apprentice 2024

POST NAME

Railway NWR Apprentice 2024

DEPARTMENT

north western region(NWR)

JOB TYPE

Govt. Job

JOB LOCATION

All India

APPLY PROCESS

Online


👉শিক্ষাগত যোগ্যতাঃ 

  • মাধ্যমিক পাস


👉অনান্য যোগ্যতাঃ 

ITI


👉বয়সসীমাঃ


ন্যূনতম বয়স 

ঊর্ধ্বতম বয়স 

বয়সে ছাড়

১০/২/২০২৪ তারিখ অনুযায়ী ১৫ বছর

১০/২/২০২৪ তারিখ অনুযায়ী ২৪ বছর

SC/ST- ৫ বছর, OBC- ৩ বছর , PwBD-১০ বছর


👉বেতন ক্রমঃ

১৫০০০ থেকে ২৫০০০


👉শূন্যপদঃ

1646


👉আবেদন মূল্যঃ 


GEN, OBC, EWS

১০০ টাকা প্রসেসিং ফী ৩৬ টাকা , মোট ১৩৬ টাকা 

SC, ST, PWD

0 




👉আবেদন মাধ্যমঃ

ONLINE

 

👉আবেদন পদ্ধতিঃ

  •  ধাপ 1: চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শুরুতেই রেলের অফিশিয়াল ওয়েবসাইট www.rrcraipur.in এ প্রবেশ করতে হবে।

    ধাপ 2: অফিসিয়াল ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন না থাকলে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার বৈধ ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বরের প্রয়োজন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন।

    ধাপ 3: পুনরায় অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।

    ধাপ 4: এরপর "Railway NWR Apprentice 2024 apply online" এই লিঙ্কে ক্লিক করুন।

    ধাপ 5: আপনার কম্পিউটার স্ক্রিনে আবেদন ফরমটি ফুটে উঠবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিকের কার্ড, ফটো আইডেন্টিটি প্রুফ, আইটিআই সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টস প্রয়োজন হবে।

    ধাপ 6: আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে ফটো এবং সিগনেচার আপলোড করুন।

    ধাপ 7: শেষে, এপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পত্রটি জমা দিন।  


👉উল্লেখযোগ্য তারিখঃ


আবেদন শুরুর তারিখ 

1/10/2024

আবেদনের শেষ তারিখ

2/10/2024


👉প্রয়োজনীয় ডকুমেন্টঃ

বৈধ মোবাইল নাম্বর ও ইমেইল, ছবি ও সাক্ষর, পরিচয় পত্র, জণ্ম প্রমাণপত্র, শিক্ষাগত প্রমাণপত্র


👉সম্ভাব্য পরীক্ষার সময়ঃ

ঘোষণা হয়নি 


👉পরীক্ষার প্রক্রিয়াঃ

  • এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। শুধুমাত্র মাধ্যমিক ও ITI-তে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে, তার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা হবে।


👉অফিশিয়াল ওয়েবসাইটঃ www.rrcraipur.in


👉অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now