পুলিশ দপ্তরে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট


বহু প্রতিক্ষার পর প্রকাশিত হল কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরেকটি দুর্দান্ত সুখবর। ২০২১ সালের কলকাতা সাব-ইন্সপেক্টর পদের নিয়োগ শেষ হতে না হতেই ২০২৩ সালের জন্য, নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কমিশন।

চলুন একটু বিস্তারিতভাবে দেখা যাক কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো।

পদের নামঃ কলকাতা পুলিশ অফ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট 

মোট শুন্যপদঃ কলকাতা পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই অনুযায়ী মোট শূন্য পদে রয়েছে ১৫৯ টি

যোগ্যতাঃ কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট  এর জন্য ন্যূনতম যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশন পাস। এর সাথে জানতে হবে বাংলায় লেখা, পড়া এবং বলা। 

বয়সসীমাঃ এই পদের জন্য ন্যূনতম বয়স হতে হবে, ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য যথারীতি ছাড় পাবেন এবং এক্ষেত্রে রয়েছে উভলিঙ্গদের ক্ষেত্রে তিন বছরের ছাড় রয়েছে।

বেতন ক্রমঃ কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর এর জন্য বেতন হবে প্রতি মাসে ৩২ হাজার ১০০ টাকা থেকে ৮২ হাজার ৯০০ টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য সুবিধা গুলো পাবেন। 

শারীরিক মাপজোক এবং উচ্চতাঃ 
  • কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরঃ এই পদের জন্য ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেন্টিমিটার। সংরক্ষিত ছেলেদের জন্য ১৬০ সেন্টিমিটার। 
  • সার্জেন্টঃ ছেলেদের বেলায় ১৭৩ সেন্টিমিটার। সংরক্ষিত ছেলেদের বেলায় ১৬৩ সেন্টিমিটার এছাড়াও মেয়েদের জন্য ১৬০ সেন্টিমিটার এবং সংরক্ষিত মেয়েদের জন্য ১৫৫ সেন্টিমিটার উচ্চতা প্রয়োজন।

বুকের ছাতিঃ কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট পদের জন্য ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতী প্রয়োজন ৭৮/৮৩, সংরক্ষিত ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি প্রয়োজন ৭৬/৮১ সেন্টিমিটার। মেয়েদের বেলায় প্রযোজ্য নয়।

দৈহিক ওজনঃ এই পদের জন্য ছেলেদের দৈহিক ওজন হতে হবে ৫২ কেজি থেকে ৫৬ কেজির মধ্যে। মেয়েদের বেলায় ওজন হতে হবে ৪৫ থেকে ৪৮ কেজির মধ্যে। 

নিয়োগ পদ্ধতিঃ চারটি ধাপে প্রিলিমিনারী পরীক্ষা ২০০ নম্বর, এরপরে হবে শারীরিক মাপজোক এবং সক্ষমতার পরীক্ষা বা আমাদের ভাষায় যাকে আমরা মাঠ বলি। এর পরে হবে মেন পরীক্ষা ২০০ নম্বরের। এরপরে সর্বশেষ ধাপ ইন্টারভিউ। এর সমস্ত ধাপ পার করলেই বাজীমাত।

আবেদন ফী: সাধারণের জন্য আবেদন ফি ২৭০ টাকা এবং SC/ST দের জন্য আবেদন ফি ২০ টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে।

গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন শুরু হবে ২৯ আগস্ট ২০২৩ তারিখে এবং শেষ হবে ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে।

নোটিফিকেশন: ক্লিক করুন