মাধ্যমিক পাশে খাদ্য দপ্তরে এসআই পদে নিয়োগঃ ২০২৩। Recruitment for the post of SI in West Bengal WBPSC Food Department : 2023.

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) আজ অর্থাৎ বৃহস্পতিবার, ১৭ ই আগস্ট ২০২৩ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে (WB FOOD SUPPLY) এসআই পদে অনলাইনে আবেদনের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন খাদ্য দপ্তরের এসআই নিয়োগ ২০২৩ (Recruitment for the post of SI in West Bengal WBPSC Food Department 2023), বিজ্ঞপ্তিতে ২৩ শে আগস্ট ২০২৩ এর আগেই অনলাইনে আবেদন প্রক্রিয়ার ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করবে । 

অনলাইনে আবেদনশুরু হবে ২৩ শে আগস্ট থেকে।

 আজকের প্রকাশিত নোটিফিকেশন টি নিচে দিলাম।

West Bengal Public Service Commission (WBPSC) today Thursday, 17th August 2023 has issued an online application notification for the post of SI in West Bengal Food Supply (WB FOOD SUPPLY). West Bengal Public Service Commission (Recruitment for the post of SI in West Bengal WBPSC Food Department 2023), notification will publish the final notification of online application process before 23rd August 2023.

Online application will start from 23rd August.

Today's published notification is given below.




শুন্যপদ: আগামী নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত শূন্য বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না, কিন্তু ধারণা করা যাচ্ছে প্রায় ১০০০ শূন্য পদে নিয়োগ হবে।

অনলাইনে আবেদন পদ্ধতিঃ 
  •  ফুড সাপ্লাই নিয়োগ ২০২৩ এর জন্য আবেদন করার বিভিন্ন স্টেপ গুলো বর্ণন করলাম 
  • নিচের লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকুন।
  • এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন যদি আগে লগইন করা না থাকে, তাহলে সাইন আপ করবেন। প্রয়োজন পড়বে একটি সচল মোবাইল নাম্বার এবং একটি বৈধ ইমেইল আইডি 
  • এরপরে খাবার ডিনেট ফুড এন্ড সাপ্লাইস সার্ভিসে এসআই বা সাব ইন্সপেক্টর নির্বাচন করুন এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন 
  • এরপরে সম্পূর্ণ নথিগুলো পূরণ করে ফটো এবং সিগনেচার সাইজ মতো আপলোড করুন 
  • এরপরে আসবে পেমেন্ট সেকশন, পেমেন্ট করে সাবমিট করুন
  •  রিসিভ প্রিন্ট আউট করে রাখুন ভবিষ্যতের জন্য।

আবেদন ফীঃ 
  • এস সি এস টি  বিনামূল্যে 
  • জেনারেলদের জন্য ১১০ টাকা 
(যা আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ওয়ালেট ব্যবহার করেও পেমেন্ট করতে পারবেন।)

যোগ্যতাঃ 
  • খাদ্য দপ্তর এসআই আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
  • বাংলা লেখা এবং পড়া এবং বলাতে সক্ষম হতে হবে। 

বয়সসীমাঃ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে ফুড এস আই এর জন্য প্রার্থীদের বয়স হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে ছাড় থাকবে।

নির্বাচন পদ্ধতিঃ খাদ্য দপ্তরে এসআই পদের জন্য প্রধানত দুটি ধাপে নিয়োগ করানো হবে।
  • প্রথমতঃ লিখিত পরীক্ষা যেখানে জেনারেল স্টাডিস এবং পার্টি গণিতের মতো বিষয়ে কতটা জ্ঞান আছে সেটা পরীক্ষা নেওয়া হবে। 
  • দ্বিতীয়তঃ ভাইবা বা ইন্টারভিউ যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের ইন্টারভিউ এর ডাকা হবে। তাদের কমিউনিকেশন স্কিল, ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান পরীক্ষা করার জন্য।
এরপরে দুটো ধাপেই পাস করার পরে ফাইনাল নির্বাচন করা হবে।

বেতনক্রমঃ রোপা ২০১৯ অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে বেতন শুরু হবে। এছাড়াও অন্যান্য সুবিধা গুলো পাবেন।

Vacancies: It is not possible to tell the vacancy details till the next notification, but it is estimated that around 1000 vacancies will be filled.

Online Application Procedure:
  I have described the various steps to apply for Food Supply Recruitment 2023
  • Enter the official website by clicking the link below.
  • Sign in with Enrollment ID and Password If not already logged in, sign up. A valid mobile number and a valid email id will be required
  • Then select SI or Sub Inspector in Food Dinet Food and Supplies Service and click on Apply Now button
  • Then fill the complete documents and upload them like photo and signature size
  • Then payment section will come, make payment and submit
  •   Print out the receipt for future reference.

Application Fee
  • SC/ST is free 
  • 110/- for generals
(Which you can also pay using Debit Card Credit Card and Wallet.)

Eligibility:
  • To apply Food Dept. SI must pass West Bengal Madhyamik Board or equivalent examination.
  • Must be able to write, read and speak Bengali.

Age Limit: Candidates age should be between 18 years to 40 years for Food SI in West Bengal Food Department. But there will be age relaxation for reserved category candidates.

Selection Process: Recruitment for the post of SI in Food Department will be done mainly in two phases.
  • First: written test where the knowledge of subjects like general studies and party maths will be tested.
  • Secondly, those who qualify the written test will be called for the interview. To test their communication skills, personality and knowledge on various subjects.
Then after passing both the stages final selection will be done.

Salary Scale: As per ROPA 2019 salary will start from Rs.22,700/-.  Get also other benefits.


অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন 

Official Website: Click