এই মুহূর্তের বড়ো খবর, টেট ২০২৩ হতে চলেছে আগামী ১০/১২/২০২৩ তারিখে। দেখুন বিস্তারিত......

এই মুহূর্তে সকলের জন্য একটি বড় দুর্দান্ত খবর, আজ সন্ধ্যেবেলা বেলায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা WBBPE এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
 যেখানে উল্লেখ্য চলতি বছরের আগামী ডিসেম্বর মাসে ১০ তারিখে হতে চলেছে টেট ২০২৩ পরীক্ষা। এই টেট ২০২৩ সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি নিচে বিবরণ করলাম।
 
শিক্ষাগত যোগ্যতাঃ 
  • চাকরিপ্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাস পঞ্চাশ শতাংশ নাম্বার এর সাথে হতে হবে এবং সাথে দুই বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ D.EL.ED করা থাকতে হবে।
 কিংবা 
  • চাকরিপ্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাস পঞ্চাশ শতাংশ নাম্বার এর সাথে হতে হবে এবং সাথে চার বছরের ব্যাচেলার ওফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ B.EL.ED কোর্সটি করা থাকতে হবে 
কিংবা 
  • উচ্চমাধ্যমিক পাস পঞ্চাশ শতাংশ নাম্বার এর সাথে হতে হবে এবং সাথে রবীন্দ্রনাথ কাউন্সিল অফ ইন্ডিয়ার (R.C.I) স্বীকৃত স্পেশাল এডুকেশন ডিপ্লোমা থাকতে হবে।
 কিংবা 
  • গ্রাজুয়েশন এবং দুই বছরের ডিএলএফ সার্টিফিকেট থাকতে হবে 

তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সিডিউল্ড কাস্ট, সিডিউল টাইপ, ওবিসি এ, ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিস ম্যান ক্যাটাগরি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫% উচ্চমাধ্যমিকের নাম্বারের উপরে ছাড় থাকবে।

****ডিএলএড কোর্স রানিং অবস্থাতেও পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।

ভাষা চয়নঃ টেট ২০২৩ পরীক্ষার জন্য আপনাকে একটি ভাষাকে প্রথম ভাষা হিসেবে নির্বাচিত করতে হবে এখানে যে অপশনগুলো পাবেন বাংলা, হিন্দি ,উর্দু ,নেপালি, সাঁওতালি, উড়িষ্যা এবং তেলেগু । দ্বিতীয়ত ভাষা, মেন্ডেটরি ভাষা হিসেবে থাকবে ইংরেজি।

পাশ মার্কঃ মোট ১৫০ নাম্বারের পরীক্ষায় আপনাকে অন্তত ৬০ শতাংশ নাম্বার উঠাতে হবে পাশের জন্য। কিন্তু সিডিউল্ড কাস্ট, সিডিউল টাইপ, ওবিসি এ, ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিস ম্যান ক্যাটাগরি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫%  ছাড় থাকবে। অর্থাৎ এইসব ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের পাস মার্ক হবে ৫৫% অর্থাৎ সাধারণের পাস মার্ক ৯০ এবং সিডিউল্ড কাস্ট, সিডিউল টাইপ, ওবিসি এ, ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিস ম্যান ক্যাটাগরি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে  পাশ মার্ক ৮৫ 

আবেদন মূল্যঃ টেট ২০২৩ পরীক্ষায় আবেদনের জন্য নির্ধারিত সরকারি আবেদন ফি 
  • সাধারণের জন্য ৫০০ টাকা 
  • ওবিসিদের ক্ষেত্রে ৪০০ টাকা 
  • সিডিউল্ড কাস্ট, সিডিউল টাইপ এবং প্রতিবন্ধীদের জন্য ২৫০ টাকা
 এই ফী আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে পারবেন।

 আবেদনের শুরু এবং শেষের তারিখঃ  আবেদন শুরু হবে আগামীকাল অর্থাৎ 14 সেপ্টেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যে  সাতটা থেকে শুরু হবে এবং শেষ হবে ৪ঠা অক্টোবর ২০২৩ রাত্রি ১১:৫৯ মিনিটে।

OFFICIAL WEBSITE: CLICK HERE
OFFICIAL NOTICE: CLICK HERE