স্কুল ইউনিফর্মে ৮ কোটি টাকার দুর্নীতি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

 প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুল পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে পোশাক বিতরণের প্রকল্প রয়েছে রাজ্যের। এই সরকারি স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে প্রায় ৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। উত্তর দিনাজপুরের জেলা শাসক কে অতিসত্বর তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। জেলা শাসক কে এই তদন্ত করার জন্য মোট সময় দেওয়া হয়েছে আট সপ্তাহ। গত সোমবার হাইকোর্টের মহামান্য বিচারপতি টি এস শিবাজ্ঞনম ও বিচারপতি হিরণ্ময়  ভট্টাচার্য এর ডিভিশন বেঞ্চে একটি মামলা দায়ের করা হয়, মামলায় উল্লেখ্য যে গোয়ালপুকুর 1 নং ব্লকের সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ইউনিফর্ম তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল মিলন মেলা মহাসংগ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীকে। ইউনিফর্ম তৈরির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ ছিল ৮ কোটি ৮০ লক্ষ টাকা, কিন্তু এমন এক গোষ্ঠীর উপরে এই দায়িত্ব দেওয়া হয়, যাদের পূর্বে কোনরকম অভিজ্ঞতাই নেই এই পোশাক তৈরীর বিষয়ে। এত টাকা বরাদ্দ হওয়ার পরেও ওই স্বনির্ভর গোষ্ঠী এখন পর্যন্ত কোন স্কুলকে ইউনিফর্ম দিয়ে উঠতে পারেনি। মামলাকারির আরো অভিযোগ, বিষয়টি নিয়ে জেলাশাসক, ভিডিও, সার্কেল ইন্সপেক্টর, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সহ দায়িত্বে থাকা বিভিন্ন পদস্থ অফিসারদের অভিযোগ জানালেও কোনরকম সুরাহা হয়নি। এই অভিযোগের প্রেক্ষিতেই উত্তর দিনাজপুরের জেলা শাসক কে ৮ সপ্তাহের মধ্যে তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।