সাত দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে: নির্দেশ হাইকোর্টের। Recruitment process to be launched within seven days: High Court orders.

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার আদালতের রায়ের দিকে নজর চাকরিপ্রার্থীদের । আর যে শুনানির দিকে তাকিয়ে রয়েছিলেন, উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা প্রশ্ন ছিল আদালত কি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কে মেধা তালিকা প্রকাশের অনুমতি দেবে? না আবার পিছে যাবে শুনানি।

আপার প্রাইমারির পরীক্ষাও হয়ে গেছে অনেকদিন আগেই এবং Empanelled /Waiting Listed লিস্ট প্রার্থীদের নাম প্রকাশ করা করেনি পর্ষদ। তাই চাকরিপ্রার্থীদের বাটি হাতে রাস্তায় আন্দোলন করতেও দেখা গিয়েছিল।

 এর আগেও কয়েকটি তারিখে হাইকোর্টে রায় প্রদানের কথা ছিল কিন্তু বারংবার রায়ের তারিখ পিছিয়ে যাচ্ছিল। আজ বুধবার হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের সিঙ্গেল বেঞ্চে আপার প্রাইমারির জন্য দুর্দান্ত রায় দিয়েছেন পর্ষদ কে। নির্দেশ দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যেই আপার প্রাইমারির Empanelled /Waiting Listed প্রার্থীদের লিস্ট প্রকাশ করে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 15 দিনের মধ্যে মামলা পুনরায় শুনানির জন্য অন্তর্ভুক্ত হবে।

আদালতের এমন রায়ের হাসি ফুটেছে অনেক অপেক্ষারত আপার প্রাইমারিতে চাকরিপ্রার্থীদের মুখে।

(After a long wait, the job seekers are looking at the court's verdict on Wednesday.  And looking ahead to the hearing, higher primary job aspirants were questioning whether the court would allow the School Service Commission or SSC to release the merit list?


 The examination of Upper Primary has also been done long ago and the Board has not released the names of Empanelled / Waiting Listed candidates.  So the job seekers were also seen protesting in the streets with bowls in their hands.


 Earlier, the High Court was supposed to deliver the verdict on a few dates but the date of the verdict was repeatedly pushed back.  Today, on Wednesday in the High Court, the single bench of Justice Soumen Sen gave a great verdict for the upper primary.  It has been directed to publish the list of Empanelled / Waiting Listed candidates of Upper Primary within the next seven days and start the recruitment process.


 Such a verdict of the court has brought a smile on the face of many waiting upper primary job aspirants.)