কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩, পর্বঃ ০২



উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কবে পালিত হয়?

উঃ উৎকল দিবস 1 এপ্রিলে পালন করা হয়।

 

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়?

উঃ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) প্রতিষ্ঠা 1 এপ্রিল, 1935 সালে হয়েছিল। এবং এর জাতীয়করণ 1 জানুয়ারি, 1949 সালে সম্পন্ন হয়েছে।

 

সম্প্রতি কোন রাজ্য “School Chalo Abhiyan 2023” ক্যাম্পেইনটি চালু করেছে?

উঃ সম্প্রতি উত্তর প্রদেশ রাজ্যে "School Chalo Abhiyan 2023" ক্যাম্পেইনটি চালু করা হয়েছে।

 

সম্প্রতি গ্রিসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিয়োগ হয়েছেন?

উঃ সম্প্রতি গ্রিসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে রুদ্রেন্দ্র ট্যান্ডন নিয়োক্ত হয়েছেন।

 

সম্প্রতি কোন দেশের রাজা তিনদিনের জন্য ভারত ভ্রমনে এসেছিলেন?

উঃ সম্প্রতি ভুটানের রাজা Jigme Namgyel Wangchuck ভারতে তিনদিনের জন্য ভ্রমণ করেছেন।

 

সম্প্রতি ভারতীয় নেভির “Vice Chief of Naval Staff” হিসেবে কে নিয়ুক্ত হয়েছেন?

উঃ সম্প্রতি ভারতীয় নেভির "Vice Chief of Naval Staff" হিসেবে Admiral SJ Singh নিয়োক্ত হয়েছেন।

 

সম্প্রতি ICC MEN’S T20 ক্রিকেটের প্রথম মহিলা আম্পায়ার কে হয়েছেন?

উঃ সম্প্রতি ICC MEN’S T20 ক্রিকেটের প্রথম মহিলা আম্পায়ার হিসেবে কিম কটন নিযুক্ত হয়েছেন।

 

FIFA -এর র‍্যাঙ্কিং অনুযায়ী 2023 সালে কোন দেশ ফুটবল খেলায় শীর্ষস্থান দখল করেছে?

উঃ FIFA -এর র‍্যাঙ্কিং অনুযায়ী 2023 সালে আর্জেন্টিনা ফুটবল খেলায় শীর্ষস্থান দখল করেছে।

 

সম্প্রতি আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে “গজ উৎসব 2023”-এর সূচনা কে করেছেন?

উঃ সম্প্রতি আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে "গজ উৎসব 2023" এর সূচনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করেছেন।

 

বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

উঃ বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিলে পালন করা হয়। এই বছরের থিম ছিল "Health for All".

 

ভারতে অনুষ্ঠিত 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কি?

উঃ ভারতে অনুষ্ঠিত 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম "নভরাসা"।

 

সম্প্রতি কোন ভারতীয়-আমেরিকান গণিতবিদ গণিতের ‘নোবেল প্রাইজ’ পেয়েছেন?

উঃ সম্প্রতি ভারতীয়-আমেরিকান গণিতবিদ C R Rao গণিতের ‘নোবেল প্রাইজ’ পেয়েছেন।

 

সম্প্রতি কোন ক্রিকেটার IPL-এ দ্রুততম 6000 রান পূর্ণ করেছেন?

উঃ সম্প্রতি ক্রিকেটার David Warner IPL-এ দ্রুততম 6000 রান পূর্ণ করেছেন।

 

সম্প্রতি কোন রাজ্যে “বৈশাখী মহোৎসব 2023” পালিত হয়েছে?

উঃ সম্প্রতি জম্মু-কাশ্মীর রাজ্যে "বৈশাখী মহোৎসব 2023" পালিত হয়েছে।

 

সম্প্রতি কোথায় ডঃ বি আর আম্বেদকরের 125 ফুট লম্বা মূর্তির উদ্বোধন করা হয়েছে?

উঃ সম্প্রতি ডঃ বি আর আম্বেদকরের 125 ফুট লম্বা মূর্তির উদ্বোধন হায়দ্রাবাদে করা হয়েছে।

 

সম্প্রতি আকাশে হাইব্রিড সূর্যগ্রহণ কবে দেখা গিয়েছিল?

উঃ সম্প্রতি আকাশে হাইব্রিড সূর্যগ্রহণ 20 এপ্রিল 2023 তারিখে দেখা গিয়েছিল।

 

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয়?

উঃ জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস 24 এপ্রিলে পালন করা হয়।

 

সম্প্রতি ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প কোথায় শুরু হয়েছে?

উঃ সম্প্রতি ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প কেরলের বন্দর শহর কোচিতে শুরু হয়েছে।

 

বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়?

উঃ বিশ্ব ম্যালেরিয়া দিবস 25 এপ্রিলে পালন করা হয়।

 

সম্প্রতি SIPRI -এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয়ের হিসাবে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত?

উঃ SIPRI -এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয়ের হিসাবে বিশ্বের মধ্যে ভারতের স্থান চতুর্থ।


Orissa Day or Utkal Day is celebrated when?

A. Utkal Day is observed on 1st April.


Reserve Bank of India Foundation Day is celebrated when?

A. The Reserve Bank of India (RBI) was established on April 1, 1935. And its nationalization was completed on January 1, 1949.


Which state recently launched the “School Chalo Abhiyan 2023” campaign?

A. Recently the "School Chalo Abhiyan 2023" campaign was launched in the state of Uttar Pradesh.


Who has recently been appointed as India's ambassador to Greece?

A. Rudrendra Tandon has recently been appointed as India's ambassador to Greece.


Recently the king of which country visited India for three days?

A. Recently King Jigme Namgyel Wangchuck of Bhutan visited India for three days.


Who has recently been appointed as "Vice Chief of Naval Staff" of Indian Navy?

A. Recently Admiral SJ Singh has been appointed as "Vice Chief of Naval Staff" of Indian Navy.


Who recently became the first woman umpire in ICC MEN'S T20 cricket?

A. Recently, Kim Cotton was appointed as the first woman umpire in ICC MEN'S T20 cricket.


According to the ranking of FIFA, which country has occupied the top position in the game of football in 2023?

A. According to the ranking of FIFA in 2023, Argentina occupied the top position in the game of football.


Who recently inaugurated the “Gaj Utsav 2023” at Kaziranga National Park in Assam?

A. Recently President Draupadi Murmu inaugurated the "Gaj Utsav 2023" at Kaziranga National Park in Assam.


When is World Health Day celebrated?

A. World Health Day is observed on 7th April. This year's theme was "Health for All".


What is the name of the logo of the 2023 International Cricket World Cup held in India?

A. The logo of the 2023 International Cricket World Cup to be held in India is called "Navrasa".


Which Indian-American mathematician recently won the 'Nobel Prize' in Mathematics?

A. Recently Indian-American Mathematician C R Rao won the 'Nobel Prize' in Mathematics.


Which cricketer is the fastest to complete 6000 runs in IPL recently?

A. Recently cricketer David Warner became the fastest to complete 6000 runs in IPL.


Which state recently celebrated “Baishakhi Mohotsav 2023”?

A. Recently "Baishakhi Mohotsav 2023" was celebrated in the state of Jammu and Kashmir.


Where was the 125 feet tall statue of Dr. BR Ambedkar inaugurated recently?

A. Recently a 125 feet tall statue of Dr BR Ambedkar was inaugurated in Hyderabad.



When was the hybrid solar eclipse seen in the sky recently?

A. The hybrid solar eclipse was recently seen in the sky on 20 April 2023.


When is National Panchayati Raj Day celebrated?

A. National Panchayati Raj Day is observed on 24th April.


India's first water metro project started recently where?

A. India's first water metro project has recently started in the port city of Kochi in Kerala.


When is World Malaria Day celebrated?

A. World Malaria Day is observed on 25th April.


What is India's position in the world in terms of defense spending in 2022 as per SIPRI's recent report?

A. According to the SIPRI report, India will rank fourth in the world in terms of defense spending in 2022.