কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩, পর্বঃ ০৩



সম্প্রতি ভারতীয় নেভি 'MRSAM' নামে মিসাইলটি কোথায় সফলভাবে পরীক্ষা করলো?
উত্তর: সম্প্রতি, ভারতীয় নেভি 'MRSAM' নামে মিসাইলটি সফলভাবে পরীক্ষা করেছে ইনস্বিশাখাপত্তনম (7 মার্চ, 2023)।

সম্প্রতি আন্তর্জাতিক 'Golden City Gate Tourism Awards 2023' -এ ভারত কে কি দিয়ে সম্মানিত করা হয়েছে?
উত্তর: সম্প্রতি, আন্তর্জাতিক 'Golden City Gate Tourism Awards 2023' -এ ভারত কে 'Golden and Silver Star' দিয়ে সম্মানিত করা হয়েছে।

সম্প্রতি 9 মার্চ থেকে CRPF মহিলা বাহিনীর বাইকে দিল্লি থেকে ছত্রিশগড় পর্যন্ত যে রেলি চালু হয়েছে তার নাম কি?
উত্তর: সম্প্রতি, 9 মার্চ থেকে CRPF মহিলা বাহিনীর বাইকে দিল্লি থেকে ছত্রিশগড় পর্যন্ত 'Daredevils' নামে রেলি চালু হয়েছে।

সম্প্রতি ভারত কোন দেশকে ইরানের পথ দিয়ে 20,000 মেট্রিক টন গম পাঠিয়েছে?
উত্তর: সম্প্রতি, ভারত কোন দেশকে ইরানের পথ দিয়ে 20,000 মেট্রিক টন গম পাঠিয়েছে, তা হলো আফগানিস্তান।

সম্প্রতি 8 মার্চ কোন দেশের প্রধানমন্ত্রী 4 দিনের জন্য ভারত ভ্রমণে এসেছিলেন?
উত্তর: সম্প্রতি, 8 মার্চে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী Anthony Albanese 4 দিনের জন্য ভারত ভ্রমণে এসেছিলেন।

সম্প্রতি 9 মার্চ ভারতের রেলওয়ে দপ্তর 'ভারত গৌরব' নামে পর্যটক ট্রেনটি কোন রুটে চালু করেছে?
উত্তর: সম্প্রতি, 9 মার্চ থেকে ভারতের রেলওয়ে দপ্তর 'ভারত গৌরব' নামে পর্যটক ট্রেনটি মুম্বাই থেকে মাদুরাই রুটে চালু করেছে।

2023 সালের সংগীত কালনিধি পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে?
উত্তর: 2023 সালের সংগীত কালনিধি পুরস্কারে সংগীতশিল্পী বোম্বে জয়শ্রী সম্মানিত করা হয়েছে।

আন্তর্জাতিক অরণ্য দিবস কবে পালিত হয়?
উত্তর: আন্তর্জাতিক অরণ্য দিবস 21 মার্চে পালন করা হয়।

সম্প্রতি কোন এয়ারপোর্ট "World’s Best Airport 2023" -এর তালিকায় শীর্ষস্থান দখল করেছে?
উত্তর: সম্প্রতি, "World’s Best Airport 2023" -এর তালিকায় শীর্ষস্থানে দখল করেছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট।

সম্প্রতি "Indian Grand Prix-1" এর অ্যাথলিটিস ইভেন্টের 200 মিটার দৌড় প্রতিযোগিতায় কে সোনা জিতেছেন?
উত্তর: সম্প্রতি, "Indian Grand Prix-1" এর অ্যাথলিটিস ইভেন্টের 200 মিটার দৌড় প্রতিযোগিতায় হিমা দাস সোনা জিতেছেন।

সম্প্রতি "Indian Grand Prix-1" -এর অ্যাথলিটিস ইভেন্টের লং জাম্প প্রতিযোগিতায় কে সোনা জিতেছেন?
উত্তর: সম্প্রতি, "Indian Grand Prix-1" -এর অ্যাথলিটিস ইভেন্টের লং জাম্প প্রতিযোগিতায় Ancy Sojan সোনা জিতেছেন।

"বিশ্ব জল দিবস" কবে পালিত হয়?
উত্তর: "বিশ্ব জল দিবস" 22 মার্চে পালন করা হয়। এ বছরের থিম হলো - "Accelerating Change"।

সম্প্রতি 'Call Before You Dig' নামে অ্যাপসটি কে লঞ্চ করেছে?
উত্তর: সম্প্রতি, 'Call Before You Dig' নামে অ্যাপটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লঞ্চ করেছেন।

সম্প্রতি গণিতের জন্য অ্যাবেল পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে?
উত্তর: সম্প্রতি, গণিতের জন্য অ্যাবেল পুরস্কারে আর্জেন্টিনা-আমেরিকান গণিতবিদ লুইস ক্যাফারেলিক সম্মানিত করা হয়েছে।

ভারতে শহীদ দিবস কবে পালিত হয়?
উত্তর: ভারতে শহীদ দিবস 23 মার্চে পালন করা হয়।

বিশ্ব যক্ষা (TB) দিবস কবে পালিত হয়?
উত্তর: বিশ্ব যক্ষা (TB) দিবস 24 মার্চে পালন করা হয়।

আন্তর্জাতিক অনাগত শিশু দিবস কবে পালিত হয়?
উত্তর: আন্তর্জাতিক অনাগত শিশু দিবস 25 মার্চে পালন করা হয়।

সদ্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক প্রদীপ সরকার কোন সিনেমার জন্য 2005 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন?
উত্তর: সদ্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক প্রদীপ সরকার 2005 সালে চলচ্চিত্র "পরিণীতা" জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) 36 টি উপগ্রহ সহ ভারতের বৃহত্তম যে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে তার নাম কি?
উত্তর: সম্প্রতি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) 36 টি উপগ্রহ সহ ভারতের বৃহত্তম রকেট হলো "লঞ্চ ভেইকেল মার্ক-III (LMV3)"।

WPL 2023 -এ কোন দল বিজয়ী হয়েছে?
উত্তর: WPL 2023 -এ বিজয়ী দল হলো "মুম্বাই ইন্ডিয়ান্স"।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিয়ুক্ত হয়েছে?
উত্তর: সম্প্রতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে T S Sivagnanam নিয়ুক্ত হয়েছেন।

IPL 2023 -এর প্রথম ম্যাচটি কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: IPL 2023 -এর প্রথম ম্যাচটি 31 মার্চ, 2023 তে অনুষ্ঠিত হয়েছে আমেদাবাদে।

Where did the Indian Navy successfully test the missile named 'MRSAM' recently?
Answer: Recently, Indian Navy successfully test-fired the missile named 'MRSAM' at Invishakhapattanam (March 7, 2023).

What has India been honored with recently at the international 'Golden City Gate Tourism Awards 2023'?
Answer: Recently, India has been honored with 'Golden and Silver Star' at the international 'Golden City Gate Tourism Awards 2023'.

What is the name of the rally which started from Delhi to Chhattisgarh on bikes of CRPF Mahila Bahini recently from March 9?
Answer: Recently, CRPF women's bike rally called 'Daredevils' from Delhi to Chhattisgarh started from March 9.

India recently sent 20,000 metric tonnes of wheat via Iran to which country?
Answer: Recently, India sent 20,000 MT of wheat via Iran to Afghanistan.

Recently on March 8 the Prime Minister of which country visited India for 4 days?
Answer: Recently, on March 8, Australian Prime Minister Anthony Albanese visited India for 4 days.

Recently on March 9 Indian Railways launched the tourist train called 'Bharat Gaurav' on which route?
Ans: Recently, from March 9, the Indian Railways launched the tourist train named 'Bharat Gaurav' on the Mumbai to Madurai route.

Who has been honored with Sangeet Kalnidhi Award 2023?
Answer: Musician Bombay Jayashree has been honored with Sangeet Kalnidhi Award 2023.

When is International Forest Day celebrated?
Answer: International Day of Forests is observed on March 21.

Which airport recently topped the list of "World's Best Airport 2023"?
Answer: Recently, Singapore's Changi Airport topped the list of "World's Best Airport 2023".

Who won the gold in the 200m race in the athletics event of "Indian Grand Prix-1" recently?
Ans: Recently, Hima Das won gold in 200m race in the athletics event of "Indian Grand Prix-1".

Who recently won the gold in the long jump event of the athletes event of "Indian Grand Prix-1"?
Ans: Recently, Ancy Sojan won gold in the long jump event of the athletes event of "Indian Grand Prix-1".

When is "World Water Day" celebrated?
Answer: "World Water Day" is observed on 22 March. This year's theme is "Accelerating Change".

Who launched the app called 'Call Before You Dig' recently?
Answer: Recently, the app called 'Call Before You Dig' was launched by Prime Minister Narendra Modi.

Who has recently been honored with the Abel Prize for Mathematics?
Answer: Recently, the Abel Prize for Mathematics was awarded to Argentine-American mathematician Luis Cafarelic.

When is Martyr's Day celebrated in India?
Answer: Martyr's Day is observed on 23rd March in India.

When is World Tuberculosis (TB) Day celebrated?
Answer: World Tuberculosis (TB) Day is observed on 24 March.

When is International Unborn Child Day celebrated?
Answer: International Unborn Child Day is observed on March 25.

Late film director Pradeep Sarkar won Filmfare Award in 2005 for which movie?
Ans: Recently late film director Pradeep Sarkar received Filmfare Award in 2005 for the film "Parineeta".

India's largest rocket with 36 satellites has been successfully launched by Indian Space Research Organization (ISRO) recently.
Answer: Recently, Indian Space Research Organization (ISRO) India's largest rocket with 36 satellites is "Launch Vehicle Mark-III (LMV3)".

Which team won WPL 2023?
Answer: The winning team in WPL 2023 is "Mumbai Indians".

Who has recently been appointed as the Chief Justice of Calcutta High Court?
Answer: Recently, T S Sivagnanam was appointed as Chief Justice of Calcutta High Court.

When and where is the first match of IPL 2023 being held?
Answer: The first match of IPL 2023 is scheduled to take place on March 31, 2023 in Ahmedabad.